আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ আল মাসুদ

অনলাইন একটিভিস্ট।

'স্বামী' বলতে কোনো শব্দ থাকা উচিত না

টেসি থমাস, আবদুল কালামের পর ভারতের আরেক গর্ব। নারীর জন্য গর্ব। মিসাইল কন্যা দেখিয়েছেন, নারীরাও পারে। আচ্ছা, বিজ্ঞানময় গ্রন্থের অনুসরণে যে সকল নারীরা নিজেদেরকে 'খাবার' মনে করে, তারা যেন কি কি আবিষ্কার করেছে? কালো পলিথিনওয়ালারা কি আবিষ্কার করতে পেরেছে কিছু?

এখনকার মেয়েরা পারে -রান্না করতে, মিসাইল বানাতে, ধর্ষকের অন্ডকোষ ফাটাতে, প্রয়োজনে লম্পট স্বামীকে পেটাতে!

মেয়েরা পারবে, সব পারবে। মোল্লা স্বামীর মোল্লাগিরি ছুটিয়ে দিতে পারবে। ইভটিজারের জিভ টেনে ছিঁড়তে পারবে। বোরকার ফেরিওয়ালা তেঁতুলিষ্টদের হাবিয়া দোজখে পাঠাতে পারবে। 
নারী দেখলেই যাদের অনুভূতি অতিরিক্ত সম্প্রসারিত হয় তাদের সম্প্রসারিত অঙ্গের ব্যবচ্ছেদ করতেও পারবে। 

হে নারী, জেগে ওঠো, প্রস্তুত হও, লড়াইয়ের ময়দানে নামতে হবে তোমারও। তুমি শুধু রান্নাঘরের শোভা নও, তুমি রণাঙ্গনের সেনাপতিও। তুমি শুধু পুরুষের তলে থাকার নও, পুরুষকে তলে ফেলতেও পার। 

তুমি পুরুষের খাবার নও যে, খাবার ঢেকে রাখতে হবে। বরং লম্পট মোল্লাকে তোমার খাবার বানাও, এবং মোল্লাকে বোরকা পরাও।

বোরকা না পরলে মোল্লাকে ধর্ষণ করতে হবে, গণধর্ষণ। ধর্ষণ করে মোল্লার বিচি ফাটাতে হবে।
বোরকার ফেরিওয়ালা মোল্লাকে ঝাড়ুপেটা করতে হবে, সাহস আছে কি টেসি থমাসের উত্তরসূরিরা? সাহস হবে কি বেগম রোকেয়ার শিষ্যরা? 

আর নয় চুপ থাকা, এবার ৭২ হুরের লোভী লম্পটগুলিকে জুতাপেটা করতে হবে, পারবে তো নারী?
'লজ্জাই নারীর ভূষণ' - এসকল ছাগলামি মার্কা কথা দিয়ে তাবিজ বানিয়ে তা মোল্লার গলায় ঝুলিয়ে দিতে হবে। 

'সংসার সুখী হয় রমণীর গুণে' - এসকল আবলামি কথা বললে স্বামী নামক আসামির স্বামীত্ব ছুটিয়ে দিতে হবে। 

স্বামী মানে মালিক, 'স্বামী' বলতে কোনো শব্দ থাকা উচিত না। 

সিনেমার কমন দৃশ্য - নায়িকা ভিলেন কর্তৃক ধাওয়াকৃত, বাঁচাও বাঁচাও চিৎকার.....নায়ক হাজির, ভিলেনরা ধরাশায়ী! 

নারী কেনো বাঁচাও বাঁচাও বলে চেঁচাবে? নারী নিজেই নিজেকে বাঁচাবে, ধর্ষকদের প্রত্যেকের অন্ডকোষ ধ্বংস করতে হবে। হে নারী, নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুত হও, অনুভূতি-জীবীর অনুভূতি ধুলিস্যাৎ করে দাও। আমরাও আছি, সম্মিলিত শক্তিতে নস্যাৎ করা হবে হুরকামী লুচ্চাদের লুম্পেনইজম।

তেঁতুলিষ্টরা দুর্বলতায় ভোগে, তাই নারীকে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে রেখে ফায়দা লুটতে চায়। তেঁতুলিষ্টরা সফল হবে না, যদি জেগে ওঠে নারীরা। নারীর শক্তি পুরুষের চেয়ে কম নয়, এটা প্রমাণ করার সময় এসেছে।

3134 times read

নারী'তে প্রকাশিত প্রতিটি লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত নারী'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় নারী কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। নারীতে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।