গত রাতের স্বপ্নটা ছিলো হাওয়াই মিঠাই রঙের! সে যেই হাত ধরলো, আকাশ পোড়ালো একশো আতশবাজি! বুকের ভেতর মুখ গুজে আমি ডাকলাম বিহঙ্গ...বিহঙ্গ....সে কি বুঝলো জানি না, ফিসফিস করে বললো অ্যাম ফ্লাইং...ডাকলাম বিহঙ্গ...বিহঙ্গ...ঠোঁটের উপর আঙ্গুল রেখে বোঝালো…চুপ! যেন কথা বললে স্বপ্ন ভেঙে যাবে! তবু আমার কথা বলতে ভালো লাগছে! শব্দের সংঘাতে সংঘাতে ভেঙে গেলো নেশারু মদের গ্লাস। তার মুখ থেকে হাওয়াই মিঠাই আলোটা নিভে গেলো, বিবর্ণবিবর আর্তনাদ করে উঠলো।
-আহ দিলেতো ভেঙে! জানো? তোমার বেশি কথা বলার জন্যই মানুষ স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলো!
উফ! ও জানতো না স্বপ্নে বকা দিলেও শ্যামলারঙ রমণীদের ঘুম ভেঙে যায়! কি তামশা! হোক স্বপ্ন, ভিনদেশী প্রেমিককে আমি বিহঙ্গ... বিহঙ্গ... বলে ডাকবো কেনো! ধুর ও কি বাংলা বোঝে নাকি! আমিই কি বুঝি ওর ভাষা! দোভাষীর ভূমিকায় গতরাতের স্বপ্নটা ছিলো সম্পূর্ণ হাওয়াই মিঠাই রঙের!