নারী

সমতাই লক্ষ্য

নাস্তিক ভিডিও ব্লগার আসাদ নূর এর গ্রেফতারের প্রতিবাদে নারী নিউজ এর লেখক এবং অনলাইন ব্লগার- এক্টিভিস্টদের যৌথ বিবৃতি

(বিবৃতির ইংরেজি অংশ নিচে যুক্ত করা হয়েছে। English virsion of the statement has included bellow)

গত সোমবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেশ ত্যাগ করার সময় নাস্তিক ব্লগার আসাদ নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে এই বছরের ১১ জানুয়ারি বরগুনা জেলার আমতলী পুলিশ স্টেশনে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়, মামলা নং-১৪।  মামলার বাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি।

ইতিমধ্যে গত কয়েক বছরে ৫৭ ধারায় গ্রেফতার ও জঙ্গিদের অব্যাহত হামলার মুখে উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার বাংলাদেশ ত্যাগ করেছেন। কিন্তু ভিডিও ব্লগার আসাদ নূরই হলেন প্রথম ব্লগার যিনি দেশত্যাগের সময় গ্রেফতার হলেন।

সোমবার আসাদ নূর নেপালের কাঠমণ্ডু যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য বাংলাদেশের আইসিটি আইন ৫৭ ধারাটি একটি কালো আইনী ধারা। পক্ষান্তরে এটি একটি ব্লাসফেমি আইন,  মানুষের বাক স্বাধীনতা দমনমূলক আইন।

আসাদ নূরকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা মুক্তচিন্তার লেখক, ব্লগারগণ মনে করি শুধুমাত্র ব্লগিং এবং স্বাধীন মত প্রকাশের জন্য কাউকে কারাগারে নিক্ষেপ করা  একটি সভ্যতা পরিপন্থী কাজ।

গত এক বছর ধরে বাংলাদেশে মুক্তচিন্তা, নাস্তিকতা চর্চা, এবং ভিডিও ব্লগিংয়ে আসাদ নূর একটি পরিচিত নাম।

আমরা নিম্ন স্বাক্ষরকারী মুক্তচিন্তা, এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী লেখক, ব্লগার, এক্টিভিস্টগণ- ব্লগার আসাদ নূরের নি:শর্ত মুক্তি দাবি করছি এবং মানবাধিকার পরিপন্থী কালো আইন ৫৭ ধারা বাতিলের দাবি জানাচ্ছি।

 

English: Joint statement released by the Nari News, it’s writers, bloggers and online activists on the arrest/ police detention of atheist video blogger Asad Noor.

On 25th of December Monday, the Police of Bangladesh arrested blogger Asad Noor from the shajalal airport Shahjalal International Airport over a case filed against him related to Information and Communication Technology Act (ICT Act) when he was trying to leave the country.

A case was lodged against the blogger Asad Noor at Amtoli police station on section 57 of ICT Act on 11 January in this year. The case no is-14. The plaintiff of the case is the President of Islami Andolon (Movement) Bangladesh.

Meanwhile in the last few years, a significant number of bloggers and online activists have been forced to leave the country on the face of constant exploitation of the vague and often abused section 57 of the ICT Act along with frequent attacks from Islamic militants. However, Mr. Noor is the first blogger being detained while trying to leave the country.

On Monday, as he was passing the immigration section of the airport to move Kathmanud, Nepal, the police arrested him.

It is noteworthy that The section 57 of ICT Act is widely seen as a notorious act under which the law enforcement authorities can arbitrarily arrest people on flimsy context. This act in fact earned the reputation of being a tool for the authorities to silence the voice of free speech and is most often considered similar to blasphemy laws found elsewhere in many countries.

After his arrest, Mr. Noor has been sent to prison as per court order on Tuesday. We, the liberal writers and bloggers, strongly believe that arresting someone for expressing his opinion through blogging on the Internet is an act that breaches the universal human rights protected, enshrined and promoted in a civilized society.

It is worth mentioning that throughout the last year, Mr. Noor has been a popular name in promoting the rights of atheists who has also been voicing concern over the constant suppression of freedom of thought in the country by the authority.

We, the undersigned writers, bloggers and online activists who believe in and value freedom of expression and support the right of an individual to express his opinion without being subject to legal harassment, demand an unconditional and immediate release of blogger Asad Noor and abolishing of the inhumane section 57 of the ICT act.

 

স্বাক্ষরদাতাগণ (signatories)

চৈতী আহমেদ  (Choity Ahmed)

পৃথু স্যানাল  (Prithu Sanyal)

ইমতিয়াজ মাহমুদ (Imtiaz Mahmood)

খান আসাদ (Khan Asad)

সুষুপ্ত পাঠক (Susupto Pathok)

আসিফ মহিউদ্দীন (Asif Mohiuddin)

সাহাবুদ্দিন মাহমুদ (Shahabuddin Mahmud)

নাদিয়া ইসলাম (Nadia Islam)

আঞ্জুমান রোজী (Anjuman Roji)

মৌসুমী কাদের ( Moushumi Quader)

জাহানারা নূরী (Jahanara Nuri)

শাম্মী হক  (Shammi Haque)

আরিফ মাহবুব  (Areef Mahboob)

পুষ্পিতা মণ্ডল  (Pushpita Mondal)

শুন্য দিগন্ত  (Shunno Digonto)

জুলিয়াস সিজার  (Juliyas Caesar)

মহিউদ্দিন শরীফ  Mohiuddin Sharif)

নুর নবী দুলাল  (Nur Nabi Dulal)

হাসান মোমিত  (Hasan Momit) 

পলিন ধর   (Palin Dhar) 

রাজর্ষি ব্যানার্জি  (Rajarshi Bandyopadhyay)

লীনা হাসিনা হক  (Leena Hasina Haq)

আহামেদ মহিন উদ্দীন (Ahamed Mohin Uddin)

আদিল মাহাথির (Adill Mahtir)

মীর মোনাজ হক  (Mir Monaz Haque)

সৈয়দ জামাল (Syed Zamal)

সুজন  বাবুল  (Shuzon Babul)

অঞ্জন রায় (Anjan Roy)

ঝর্ণা আক্তার  (Jhorna Aktar) 

অপ্রিয় কথা  (Oprio Kotha) 

শেখ তাসলিমা মুন (Moon Taslima Sheikh 

কানিজ ফাতেমা  (Kaniz Fatema) 

ইতু  রয় ইত্তিলা  (Ittila Roy  etu) 

অপরাজিতা সঙ্গীতা  (Aparajita Sanjita) 

শতাব্দী সানজানা (Shotabdi Shanzana)

শতাব্দী ভব  (Shotabdi Vobo)

সীমান্ত প্রধান  (Shimanto prodhan)  

মোঃ সাজ্জাদুল হক (Md. Sazzadul Hoque)

প্রান্ত পলাশ  (Pranto Polash)   

মানস প্রতিম (Manosh Protim)

খুজিস্তা বেগম জোনাকী  (Khojista Begum Jonaky) 

তামান্না কদর  (Tamanna Kodor) 

অনন্য আজাদ  (Ananya Azad) 

ফাহিম আল হামিম (Fahim Al Hamim) 

হিমেল হাসান বৈরাগী  (Himel Hasa Boiragi) 

মীম রহমান অতি (Mim Rahman Ati) 

সুমনা সাহা  (Shumona Shaha) 

অর্ণব গোস্বামী (Arnab Goswami) 

এন এন তরুণ  (N N Tarun)  

সার্জিন শরীফ (Sharjin Sharif)

সামসুল আমীন (Samsul Amin) 

সৈকত বড়ুয়া (Shaikat Barua) 

হাসান আহমদ (Hasan Ahmed) 

ওমর ফারুক সিদ্দিক (Omar Faruk Siddique) 

মিতু সরকার ( Mitu Sarker)

স্বপ্ন সুশীল (Swapna Shusil)

আকাশ চৌঃ (Akash Chw) 

রুহুল আমেন (Ruhul Amen) 

পিন্টু দাস (Pintu Das) 

ফারজানা কাজী (Farzana Kazi) 

জাকারিয়া হোসাইন (Jakaria Hossain) 

জিসান উল হক (Jisan Ul Haque) 

আলমগীর কবীর কুমকুম (Alomgir Kobir Kumkum)

বর্ষা খান (Borsha Khan) 

সজীব মাহমুদ আব্দুল্লাহ (Sojib Mahmud Abdullah) 

রাজ বর্মন (Raj Barman)

বদরুল হাসান (Bodrul Hasan) 

তুহিন দাস  (Tuhin Das) 

মুফতি মাসুদ  (Mufti Masud)

সুপ্রিয় বড়ুয়া রাজীব (Supriya Borua Rajib) 

জোতির্ময় ধর (Jotirmay Dhar) 

শ্যামল বরণ দাস (Shamol Baran Das) 

স্বপ্নীল প্রজাপতি (Swapnil Projapoti) 

ধ্রুব চৌধুরী (Dhrubo Chawdhury) 

রূপম মুৎসুদ্দী (Rupom Mutsuddi) 

এম এ বশির (M A Bashir) 

নাজমুল হক (Nazmul Haque)

জর্জ রয় (Georg Roy) 

জুয়েল রাজ (Juewel Raj)

মুনির বিন আলম (Munir Bin Alam) 

সুব্রত দত্ত (Subrata Dutt) 

এমডি ফরিদ হাসান (MD Farid Hasan) 

আকাশ মালিক  (Akash Malik)

সৈকত মাহমুদ (Soikot Mahmud) 

তিলোত্তমা চৌধুরী (Tilottoma Chawdhury)

প্রতিভা রানী (Protiva Rani)

অজন্তা দেব রায় (Ajanta Deb Roy)

তানিমা তাসনিন (Tanima Tasnin)

সাজু এস  (Sazu S)

দানিয়েল সুশান্ত  (Daniel Sushanta)

সৌরভ বড়ুয়া  (Sawrav Barua)

সোনিয়া গাজী (Sonia Gazi)

হোসাইন চৌধুরী  (Hossain Chowdhury)

সিদ্ধার্থশঙ্কর মুখার্জী  (Siddarthasankar Mukherjee)

শিমুল সালাহ্ উদ্দিন  (Shimul Salahuddin)

আরিফুর রহমান  (Arifur Rahman)

সহযোদ্ধা বন্ধুদের মধ্যে যারা এই বিবৃতির সাথে সহমত পোষণ করবেন তাদেরকে নারী নিউজ এর ইমেইল (editor@nari.news) অথবা নারী পেইজের ইনবক্স-এ অথবা এই পোস্টে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ করা যাচ্ছে। (বিবৃতিতে স্বাক্ষর বা সহমত পোষণকারীদের নাম জেষ্ঠ্যতার ভিত্তিতে কিংবা বর্ণনানুক্রম হিসেবে যুক্ত করা হয়নি)।    

7272 times read

নারী'তে প্রকাশিত প্রতিটি লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত নারী'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় নারী কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। নারীতে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।