ফরিদ আহমেদ

লেখক, অনুবাদক, দেশে থাকা অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দীর্ঘ সময় মুক্তমনা ব্লগের মডারেশনের সাথে জড়িত ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের অনুবাদ করেছেন। বর্তমানে ক্যানাডা রেভেন্যু এজেন্সিতে কর্মরত অবস্থায় আছেন। টরন্টোতে বসবাস করেন।

যুদ্ধাপরাধী মুজাহিদের বিচার

একাত্তর সালে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনা করার জন্য তরুণদের একটা দল ছিলো। এর নাম ক্রাক প্লাটুন। আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে অভিজাত গেরিলা গ্রুপ এটি। মুক্তিযুদ্ধের সময়ে ক্রাক প্লাটুন ঢাকা শহরে পাকিস্তান আর্মি নাভিশ্বাস তুলে দিয়েছিলো। হিট এন্ড রান পদ্ধতিতে আক্রমণ চালাতো এরা। পাকিস্তান সেনাবাহিনীর জন্য মূর্তিমান ত্রাসে পরিণত হয়েছিলো ক্রাক প্লাটুনের গেরিলারা। স্বাধীনতাকামী বাঙালিদের কাছে পরিণত হয়েছিলো কিংবদন্তীতে।

মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা শহরে বিরাশিটা আক্রমণ পরিচালনা করেছিলো এরা। এলিফ্যান্ট রোড, যাত্রাবাড়ী, আশুগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, উলন পাওয়ার স্টেশন উড়িয়ে দেয় তারা। ঢাকা শহরের বেশ কিছু পেট্রোল পাম্পও বোমা মেরে ধ্বংস করে দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা চালিয়ে সারা বিশ্বকে ঝাঁকুনি দিয়ে জানিয়ে দেয় যে তথাকথিত পূর্ব পাকিস্তানে সবকিছু ঠিকভাবে চলছে না। ফার্মগেটের চেক পয়েন্টেও স্টেনগান এবং গ্রেনেড নিয়ে অকুতোভয় ক্রাক প্লাটুন সদস্যরা মুখোমুখি হয়েছিলো পাকিস্তান বাহিনীর। গুঁড়িয়ে দিয়েছিলো পাকিস্তান আর্মির অহমিকাকে। ক্রাক প্লাটুনের দুঃসাহসিকতা দেখে বাঙালিরা আশায় বুক বেঁধেছিলো। এরকম দুরন্ত বিচ্ছু বাহিনী যাদের আছে, তাদের স্বাধীনতা প্রাপ্তিকে আটকাবে কোন শক্তি?

একাত্তর সালের ২৯শে আগস্ট রাতে এক যোগে অভিযান চালিয়ে এই বাহিনীর বেশ কিছু গেরিলা যোদ্ধাকে ঢাকা শহরের নানা জায়গা থেকে গ্রেফতার করে ফেলে পাকিস্তান আর্মি। এদের মধ্যে ছিলো বদি, রুমি, আজাদ, জুয়েল, সামাদ, মাসুদ সাদেকসহ ক্র্যাক প্লাটুনের অনেক গেরিলা।

ক্রাক প্লাটুনের সদস্য ছিলেন জহিরুদ্দিন জালাল। তাঁকে বিচ্ছু জালাল বলে ডাকা হতো। নিউ ইস্কাটনের এক বাসায় আর্মি এবং রাজাকারদের মিটিং হবার কথা ছিলো। ৩০শে আগস্ট তাঁর কমান্ডার সেই বাসাতে আক্রমণ করার জন্য রেকি করতে পাঠানো। দুর্ভাগ্য বিচ্ছু জালালের। আর্মির হাতে ধরা পড়ে যান তিনি। তাঁকে নিয়ে আসা হয় নাখালপাড়ার এক বাড়িতে নির্যাতনের উদ্দেশ্যে। এখানে এসে তিনি আগের রাতে গ্রেফতার হওয়া ক্রাক প্লাটুনের অনেক সদস্যকে দেখতে পান। অমানবিক নির্যাতন করে আটকে রাখা হয়েছে তাঁদের। বিচ্ছু জালালের ভাষ্য থেকেই দেখি কী হয়েছিলো সেখানে,

“আর্মিরা জিপে চড়ে বাংলা মোটর মোড় দিয়ে ডানে সোজা তেজগাঁ এম,পি, হোস্টেল গলি দিয়ে কিছুটা সামনে গিয়ে হাতের ডানে একটি গলির ভিতর দেড় তলা একটি দালানে আমাকে ঢুকালো। পরে জেনেছি এই বাড়ীটি পশ্চিম নাখাল পাড়ার ১১২ নম্বর বাড়ী ছিলো। সন্ধ্যা ৭টায় একটি বাসের শব্দ কানে ভেসে এলো। আর্মির জুতার খট খট শব্দে আমার রুমের সামনে কিছু আর্মি এলো।

কিছুক্ষণের মধ্যেই আমার বন্দী রুমে আট দশ জন লোককে কুঁজো বাঁকা অবস্থায় ঢুকালো। তাদের দিকে চোখ ফেরাতেই আমি চমকে উঠলাম। আমি বোবার মতো হয়ে গেলাম। দেখলাম ঐ ৮/১০ জন লোক সবাই মুক্তিযোদ্ধা, যাদের সাথে আমি মতিনগর ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলাম। তাদের মধ্যে বদি, জুয়েল, আজাদ, রুমি ভাইকে দেখতে পেলাম। পাশে আরেক জন ছিলো যার নাম আলতাফ মাহমুদ যিনি একুশে ফেব্রুয়ারীর গানের সুরকার। সবার চেহারা ছিলো বীভৎস, ক্ষত-বিক্ষত। বদি ভাইকে দেখলাম তার দু’হাতের আঙুল কেটে দিয়েছে এবং তার পুরো চেহারায় আঘাতের চিহ্ন ফুলে উঠেছে। কোনো ভাবেই সে মাজা সোজা করতে পারছিলো না। আজাদ ভাইয়েরও আঙুল কেটে নিয়েছিলো এবং তার বাম কানে তখনও রক্ত জমে ছিলো। দেখলাম বদি ভাইয়ের ডান চোখ কমলার মত ফুলে উঠেছে, চোখের মনি দেখা যাচ্ছিলো না, তার বাম চোখ ক্ষত-বিক্ষত ফুলানো ছিলো, তার আঙুলও কেটে ডান হাত বাঁকা করে দিয়েছিলো। আলতাফ মাহমুদের ঠোঁট দুটো পুরো শশার মতো ফুলানো ছিলেঅ। তারো ডান হাত বাঁকা করে দিয়েছিলো। জুয়েল ভাইয়ের কাছে কথা বলার সময় দেখলাম তার দু’হাতের আঙুল নেই। তারও বাম দিকের কানের নিচে রক্তের জমাট ছিলো।“

এখানেই বিচ্ছু জালাল এই সব অত্যাচারের নেপথ্য ব্যক্তিদের দেখতে পান। ক্রাক প্লাটুনের সদস্যদের এরকম পৈশাচিক নির্যাতন, এমন ছিন্ন-ভিন্ন অবস্থার পিছনে দুইজন ব্যক্তি ছিলো। এরা জন্মসূত্রে বাঙালি, কিন্তু মানসিকতায় পাকিস্তানি। আলবদর বাহিনী গঠন করে বাঙালিদের স্বাধীনতার স্পৃহাকে ধ্বংস করে দিতে চেয়েছিলো তারা। এরা হচ্ছে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। বিচ্ছু জালাল এ বিষয়ে আরো বলেনঃ

“ক্যাপ্টেন কাইয়ুমের সাথে মতিউর রহমান নিজামী ও মুজাহিদ সহ ৩/৪ জন লোক অস্ত্র হাতে আমার রুমের সামনে দিয়ে ক্যাপ্টেন কাইয়ুমের রুমে গেলো। জুয়েল ভাই মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দেখিয়ে বললো এরাই এবং আরো কয়েকজন তাদেরকে এইভাবে টর্চার করেছে। আরো বললো যে কোনো সময় মুজাহিদ, নিজামী তাদের মেরে ফেলতে পারে। ক্যাপ্টেন কাইয়ুমের কাছে তখন দুজন সৈনিক এসে কিছু কথা বলতে চাচ্ছিলো। ক্যাপ্টেন কাইয়ুম আমাকে রুম থেকে বের করে নিয়ে আসার জন্য হাবিলদার গুলকে পাঠালো। হাবিলদার গুল আমাকে নিয়ে ক্যাপ্টেন কাইয়ুমের সামনে দাঁড় করাতেই সাদা কাগজে নাম লিখে দস্তখত নিলো এবং মাদারচোৎ বাইনচোৎ বলে গালি দিয়ে সত্য কথা বলার জন্য চাপ দিতে থাকলো। তখন নিজামী তার কোমরে রাখা ফাইভ স্টার পিস্তল হাতে নিয়ে মাদারচোৎ গালি দিয়ে জিজ্ঞাসা করলো ভিতরে থাকা বন্দীদের সাথে কি কথা বলেছিস, তুই কিভাবে ওদের জিনিস, কতদিন যাবৎ ওদের সাথে পরিচয়, জানতে চেয়ে পিস্তল দিয়ে আমার দু-হাতের কব্জির উপর জোরে একের পর এক আঘাত করতে থাকলো। পিস্তলের আঘাতে আমার দু’হাতের আঙ্গুল চামড়া ছিঁড়ে রক্ত বের হতে থাকলো। তারপরও আমি মুখ না খুল্লে আমাকে হুমকি দিলো বাসা থেকে আমার মাকে, বোনকে তুলে আনবে। তখনই পাশে দাড়িয়ে থাকা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওই সময় মইনউদ্দিন নামে একজনকে ডাকলে অস্ত্র হাতে সে ঘরে ঢুকলো। মুজাহিদ তখন মইন উদ্দিনের হাত থেকে স্টেনগান টেনে নিয়ে আমাকে মাদারচোৎ গালি দিয়ে আমার মাথার পিছনে বাট দিয়ে আঘাত করলো। সাথে সাথে ফিনকি দিয়ে মাথা রক্ত ঝরছিলো। তারপর প্রচণ্ড জোরে লাথি মেরে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে মারতে থাকলো। আমাকে মাটি থেকে নিজামী, মুজাহিদ দু’জনে গর্দান টেনে তুলে বন্দীদের রুমে নিয়ে গেলো। মুজাহিদ বন্দীদের হাল দেখিয়ে আমাকে বললো যে- সত্য কথা না বললে তোকেও এই হাল করবো। মুজাহিদ জিজ্ঞাসা করছিলো ২৫ আগস্ট ধানমন্ডি আর্মিদের বিরুদ্ধে যে অপারেশন করেছিলো সেই অপারেশনে তোর সাথে কে কে ছিলো এবং তোদের হাতে কি কি অস্ত্র ছিলো। আমি কথার জবাব না দিলে আবার আমাকে লাথি, গুঁতা মেরে ফ্লোরে ফেলে দেয়। তখন মুজাহিদ রুম থেকে বের হয়ে ক্যাপ্টেন কাইয়ুমের রুমে গিয়ে নিজামী ও মুজাহিদ দু’জনেই বলতে থাকে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সেই সাধারণ ক্ষমার আগেই ২/৩ দিনের মধ্যেই ঐ হারামজাদা, গাদ্দার বদি, রুমি, জুয়েল, আজাদ, আলতাফদের সাথে এই পিচ্চিকেও (আমাকে) গুলি করে লাশ গুম করে দিতে হবে।”

শুধু মুক্তিযোদ্ধাদের হত্যা-নির্যাতনই নয়, যুদ্ধকালীন সময়ে মুজাহিদের আরো অপকর্মও রয়েছে।

মুক্তিযুদ্ধের ঠিক শেষের দিকে, বিজয় যখন ঘরের দুয়ারে কড়া নাড়ছে, সেই সময় বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেবার উদ্দেশ্যে এর সেরা সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা পরিকল্পনা করে পাকিস্তান বাহিনী। বুদ্ধিজীবীদের হত্যার এই নীল নকশা আরো আগেই করা হয়েছিলো বলে অনেকের বিশ্বাস। কারণ, মুক্তিযুদ্ধের সেই শুরুর দিন থেকেই বুদ্ধিজীবীদের টার্গেট করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে, মুক্তিযুদ্ধের প্রাক্কালে এটা ভয়াবহরূপ ধারণ করে। ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত, বিশেষ করে ১৪ তারিখে অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক এবং সাংবাদিককে বাসা থেকে ধরে নিয়ে যায় আল-বদর এবং আল শামস বাহিনীর বাঙালি এবং বিহারি গুণ্ডারা। এঁদের গলিত, অর্ধ-গলিত, হাত-পা বাঁধা এবং চোখ ঢাকা বিকৃত লাশ পাওয়া যায় বিজয়ের পরে মুক্ত দেশে রায়েরবাজার, মিরপুর এবং নাখালপাড়ার বধ্যভূমিতে।

এই আল-বদর বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি ছিলো আলী আহসান মুজাহিদ।

অন্ধকারের বুক ফুড়ে যখন আকাশ চাদরে
ঝিকমিক করে ভেসে উঠে অনন্ত নক্ষত্র জোনাকি
বারুদের গন্ধ ভরা অন্ধকার আকাশগঙ্গার পথে 
সূর্যস্নানের স্বপ্নকে সাথী করে হেঁটে চলে সশস্ত্র বাঙালি।

কত ঝোপঝাড় আর পাহাড়, কত আনাচ-কানাচ, 
কত অলি-গলি, পথ-প্রান্তর; 
ধূসর এ ভূমি একদিন ঢাকা পড়েছিলো 
ঘন মেঘের ছায়ায়!

বন্ধ সমুদ্রের ও প্রান্ত থেকে প্রবল তেজ বর্ষণে 
বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে সশস্ত্র সুনামি,
টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন
ভেসে যায় সমুদ্রস্নানের উল্লাসে।

3914 times read

নারী'তে প্রকাশিত প্রতিটি লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত নারী'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় নারী কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। নারীতে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।