যদি মরি গরাদের চৌদ্দ
শিকের ভেতর কিংবা বুটের আঘাতে,
আমাকে তোমরা দাফন কোরো না
আমার মৃতদেহ নিয়ে রাজপথ আগলাও
বন্ধ করে দাও রাজার রসদ সংগ্রহ
দাফন কোরো না।
যদি মরি পুলিশের গুলি খেয়ে
কিংবা লাঠির আঘাতে,
আমাকে তোমরা দাফন কোরো না
আমার মৃতদেহ নিয়ে মিছিল করো
সংসদের ওই সুবিশাল চত্ত্বরে
দাফন কোরো না।
যদি মরি কালো বাহিনীর গুলি খেয়ে
কিংবা রানির তর্জনী হেলনে,
আমাকে তোমরা দাফন কোরো না
আমার মৃতদেহ দিয়ে ভাঙো সুবিধাবাদী ক্যান্টনম্যান্টের ব্যূহ
গুড়িয়ে দাও নিপীড়কের সব আস্তানা
দাফন কোরো না।
রাষ্ট্রের লাঠিচার্জে দেয়ালে পিঠ সেঁধিয়ে যাওয়া নারীর মতো ঘুরে দাঁড়াতে শেখার পর
সবখানেই আমাদের ঘর,
তারপর, শুইয়ে দিও কোন আম-কাঁঠালের বনে
ততদিন, আমায় দাফন কোরো না।