নব্বই-এর সেই উত্তাল ছাত্র-গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সাংস্কৃতিক আন্দোলন থেকে যাত্রা শুরু। সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাহসী এক অভিযাত্রিক। সাংগঠনিক চর্চায় এবং আবৃত্তি আন্দোলনের একটি উজ্জ্বলতর নাম। নব্বই-এর দশকে স্রোত আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অর্ধযুগেরও বেশি সময়। সংগঠনকে সুগঠিক করএছেন এবং যুক্ত থেকেছেন সে সময়ের সব ক'টি সাংস্কৃতিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে। কবিতা লেখার কলমটিও বেশ ধারালো।